বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের গবেষকগণকে আর্টিকেলের জার্নাল রেফারেন্স এস এন্ড টি ইনফরমেশন বিভাগ থেকে দেয়া হয়। বাংলাদেশে প্রকাশিত আর্টিকেলের রেফারেন্স ব্যান্সডক ওয়েবসাইটে ডাটাবেজ আকারে দেয়া আছে। ওয়েবসাইটের প্রথম পাতায় ই-রিসোর্চ মেন্যুর ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি অ্যাবস্ট্রাক্ট ডাটাবেজটিতে সার্চ করে অনলাইনে প্রয়োজনীয় আর্টিক্যালের অ্যাবস্ট্রাক্ট বিনামূল্যে সংগ্রহ করা যায়।
বিদেশি জার্নালে প্রকাশিত আর্টিকেলের জার্নাল রেফারেন্স সিডি (অফলাইন) সার্চের মাধ্যমে দেয়া হয়। সিডি সার্চ সেবাটি আমেরিকান থমসন রয়টার থেকে ক্রয়কৃত বায়োলজিক্যাল অ্যাবস্ট্রাক্ট সিডি থেকে প্রদান করা হয়। উক্ত বায়োলজিক্যাল অ্যাবস্ট্রাক্ট সিডিতে নিম্নে উল্লেখিত ৩৩টি বিষয়ের গবেষণামূলক আপডেট তথ্য সংরক্ষিত রয়েছে।
সেবা মূল্য
ক) কী-ওয়ার্ডের মাধ্যমে বায়োলজিক্যাল অ্যাবস্ট্রাক্ট সিডি সার্চ প্রতি ৩০ মিনিট ২০.০০ টাকা।
খ) প্রাপ্ত অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট প্রতিটি A4 সাইজের মূল্য ৫.০০ টাকা।
যোগাযোগ
সম্মানিত গবেষক ব্যান্সডকের এসএন্ড টি ইনফরমেশন বিভাগ হতে সেবা গ্রহণের জন্য বা এতদসংক্রান্ত যে কোন বিষয়ে তথ্যের জন্য যোগাযোগ করুন:
জনাব মিসরাত জাহান
সায়েন্টিফিক অফিসার
ব্যান্সডক, ঢাকা।
ফোন : +৮৮ ০২ ৫৫০০৬৯৩০
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫০০৬৯১৪
মোবাইল : +৮৮ ০১৭৩৬৯৮৪৮৮৭
ই-মেইল : so@bansdoc.gov.bd, bansdoc@bansdoc.gov.bd