Wellcome to National Portal
বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জানুয়ারি ২০২২

গ্রন্থাগার বিভাগ

ব্যান্সডক গ্রন্থাগার

ব্যান্সডক গ্রন্থাগারটি একটি বিশেষায়িত বিজ্ঞান গ্রন্থাগার। এ গ্রন্থাগারটি দেশের অন্যান্য বিজ্ঞান লাইব্রেরীর পরিপূরক হিসেবে কাজ করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের দিয়ে গঠিত পুস্তক নির্বাচন কমিটির সুপারিশকৃত বই প্রতি বছর এ গ্রন্থাগারে ক্রয় করা হয়। কিছু দূর্লভ বইসহ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের প্রায় সকল শাখার টেক্সট ও রেফারেন্স বই দিয়ে গ্রন্থাগার সজ্জিত। এ ছাড়া বিভিন্ন গবেষণাধর্মী জার্নাল, থিসিস, রির্পোট, প্রসিডিংস, বুলেটিন  নিউজলেটার ইত্যাদি রয়েছে। ব্যবহারকারীরা বিনামূল্যে বই ব্যবহার করতে পারেন। গ্রন্থাগার হতে কোন বই ইস্যু করা হয় না তবে প্রয়োজনীয় অংশ স্বল্পমূল্যে ফটোকপির ব্যবস্থা আছে। গবেষকদের সুবিধার্থে ২টি স্ট্যাডি ক্যারেলের ব্যবস্থা আছে। একটি পরিপূর্ণ ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে ব্যান্সডক গ্রন্থাগার কাজ করে যাচ্ছে।

 

লক্ষ্য/ উদ্দেশ্য

  •  তথ্য সংগ্রহ ও বিতরণ;
  •  গ্রন্থাগারের জন্য পাঠ্যসামগ্রী সংগ্রহ ও ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করা;
  •  আধুনিক তথ্যপ্রযুক্তির কৌশলে গ্রন্থাগারকে আধুনিকায়ন করা ;
  •  আধুনিক ও স্বয়ংক্রিয় গ্রন্থাগার সেবা প্রদান;
  •  সমসাময়িক তথ্য ও প্রযুক্তিগত বিষয়ক জ্ঞান-বিজ্ঞানকে গবেষকদের  কাছে পৌঁছে দেয়া;
  •  বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা কার্যক্রমের প্রয়োজনীয় তথ্য সহায়তার মাধ্যমে  নতুন জ্ঞানের সৃষ্টি করা;
  •  বিজ্ঞানী ও গবেষকদের সাথে বিশ্বের অন্যান্য দেশের বিজ্ঞানী ও গবেষকদের সংযোগ স্থাপন;
  •  জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক গ্রন্থাগারের সাথে সহযোগিতা সৃষ্টি করা;
  •  গ্রন্থাগারে অনলাইন উপকরণসমূহের প্রাপ্যতা নিশ্চিতকরণ;
  •  ই-বুক প্রস্তুতকরণ প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে দক্ষ পেশাজীবী এবং তথ্য ব্যবস্থাপক সৃষ্টি।

 

গ্রন্থাগারের সেবা সমূহ

 

  • অনলাইনে বইয়ের বিবলিওগ্রাফিক্যাল তথ্য;
  • অনলাইনে ন্যাশনাল ইউনিয়ন ক্যাটালগ;
  • ই-বুক প্রস্তুতকরণ প্রশিক্ষণ;
  • ইন্টার্নশিপ প্রোগ্রাম;
  • সাম্প্রতিক তথ্য-জ্ঞাপন সেবা;
  • নির্বাচিত তথ্য বিতরণ সেবা;
  • রেফারেন্স সেবা;
  • অনলাইনে ই-বুক সেবা;
  • সাইবার কর্ণার;
  • ইন্টারনেট সেবা;
  • ফটোকপি সেবা;
  • দৈনিক পত্রিকা।

 

গ্রন্থাগারের বর্তমান সংগ্রহ

বর্তমানে ব্যান্সডক গ্রন্থাগারে প্রায় ২২০০০ বই এবং প্রায় ৪৫০টি শিরোনামের দেশি-বিদেশি জার্নাল এর প্রায় ১৭০০০ হাজার ইস্যু সংরক্ষিত আছে। এছাড়া বিভিন্ন গবেষণাধর্মী থিসিস, রির্পোট, প্রসিডিংস, বুলেটিন  নিউজলেটার ইত্যাদি সংরক্ষিত রয়েছে। ব্যান্সডক গ্রন্থাগারে ব্যবহারকারীদের অধিক জ্ঞান আহরণের লক্ষ্যে ৮টি দৈনিক পত্রিকা নিয়মিত সংগ্রহ করা হয়।

 

গ্রন্থাগারের সেকশন সমূহ

১। মনোগ্রাফ বা বই সেকশন

২। সিরিয়াল/জার্নাল সেকশন এবং

৩। রেফারেন্স সেকশন।

 

গ্রন্থাগার ব্যবহারের সময় সূচী

গ্রন্থাগারটি সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকেল ৫.০০ ঘটিকা পর্যন্ত চলমান থাকে।

 

ব্যান্সডক গ্রন্থাগারের অন্যান্য কার্যক্রম:

 

গ্রন্থাগার ও তথ্য ব্যবস্থাপনার জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম

বাংলাদেশে বর্তমানে প্রতি বছর কয়েক হাজার শিক্ষার্থী তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক/ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হচ্ছে। পর্যাপ্ত বাস্তব অভিজ্ঞতা না থাকায় চাকুরি জীবনে প্রবেশের ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। এ সমস্যা দূরীকরণে ব্যান্সডক গ্রন্থাগার কর্তৃক প্রতি বছর ৪/৫ টি ‘গ্রন্থাগার ও তথ্য ব্যবস্থাপনার জন্য ইন্টার্নশিপ’ শিরোনামের কোর্স পরিচালিত হয়ে আসছে যা পেশাজীবী সৃষ্টিতে সহায়তা করছে।

 

ই-বুক প্রস্তুতকরণ প্রশিক্ষণ

গবেষণার প্রয়োজনে নিরবচ্ছিন্ন তথ্য প্রবাহ এবং বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে তথ্য ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ অপরিহার্য। আপনার প্রতিষ্ঠানের গ্রন্থাগারের তথ্য ব্যবস্থাপনার ডিজিটাল পদ্ধতির প্রয়োগে ব্যান্সডক সহযোগিতা প্রদানে  সদাসচেষ্ট । এ লক্ষ্যে ব্যান্সডক দেশের সকল বিশ্ববিদ্যালয় ও গবেষণামূলক প্রতিষ্ঠানের গ্রন্থাগারিক অথবা গ্রন্থাগার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীকে ‘তথ্য ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ ও ই-বুক প্রস্তুতকরণ’ প্রশিক্ষণ প্রদান করে আসছে । ব্যান্সডক গ্রন্থাগার কর্তৃক প্রতি বছর ৪/৫টি ব্যাচে  নিয়মিত এই প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে । দক্ষ পেশাজীবী এবং তথ্য ব্যবস্থাপক সৃষ্টিতে ব্যান্সডক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

বইয়ের বিবলিওগ্রাফিক্যাল তথ্য 

বর্তমানে ব্যান্সডক ওয়েবসাইটে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রায় ১৭০০০+ বইয়ের বিবলিওগ্রাফিক্যাল তথ্য সংরক্ষিত আছে। ব্যবহারকারীগণ ঘরে বসেই যেন দ্রুত জানতে পারেন তার কাঙ্খিত বইটি ব্যান্সডক গ্রন্থাগারে আছে কিনা? এজন্য ওয়েবসাইটে ই-রিসোর্চ মেনুর বুক সার্চ ডাটাবেজ দেখা যেতে পারে।

 

অনলাইনে ন্যাশনাল ইউনিয়ন ক্যাটালগ

বাংলাদেশের কোন গ্রন্থাগারই স্বয়ংসম্পূর্ণ নয়, একজন গবেষককে তার গবেষণা সংশ্লিষ্ট সকল জার্নাল সরবরাহ করতে কোথায় তার প্রয়োজনীয় জার্নালটি আছে তা জানতে সবসময়ই হয়রানি হয়ে খুঁজতে হয় তাঁকে। সঠিক তথ্য, সঠিক সময়ে, সঠিক ব্যবহারকারীর হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যে ব্যান্সডক গ্রন্থাগারে রয়েছে ‘ন্যাশনাল ইউনিয়ন ক্যাটালগ অব সায়েন্টিফিক  এন্ড টেকনিক্যাল পিরিওডিক্যালস ইন বাংলাদেশ’ নামে একটি ডাটাবেজ। এ  ক্যাটালগের আওতায় বর্তমানে ১১০টি গ্রন্থাগারকে সম্পৃক্ত করা হয়েছে এর মাধ্যমে একজন গবেষক সহজেই জানতে পারেন বাংলাদেশের কোন গ্রন্থাগারে কোন জার্নালটি এবং তার কততম ভলিউম, কততম ইস্যু আছে। এজন্য ওয়েবসাইটে ই-রিসোর্চ মেনুর ন্যাশনাল ইউনিয়ন ক্যাটালগ ডাটাবেজ দেখা যেতে পারে।

 

সাইবার কর্ণার

ব্যান্সডক গ্রন্থাগারে একটি সাইবার কর্ণার রয়েছে। বর্তমানে ৫টি কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে এর কার্যক্রম চলছে। ব্যবহারকারীগণ নামমাত্র মূল্যে (ঘন্টায় ১০/-) এ সাইবার কর্ণারে ইন্টারনেট সেবা গ্রহণ করছেন।

 

ফটোকপি সেবা

ব্যান্সডক গ্রন্থাগারে বই ইস্যু পদ্ধতি না থাকায় ব্যবহারকারীগণের সুবিধার্থে  বই, জার্নাল ইত্যাদি হতে প্রয়োজনীয় অংশ ফটোকপির সুব্যবস্থা রয়েছে। উল্লেখ্য যে, ফটোকপির চার্জ প্রতি পৃষ্ঠা ১/- হারে এবং উভয় পৃষ্ঠা ১.৫০/- হারে পরিশোধ করতে হয়।

 

দৈনিক পত্রিকা

ব্যান্সডক গ্রন্থাগারে ব্যবহারকারীদের অধিক জ্ঞান আহরণের লক্ষ্যে ৮টি দৈনিক পত্রিকা নিয়মিত সংগ্রহ করা হচ্ছে। পত্রিকাগুলো হলো (১) দৈনিক ইত্তেফাক (২) দৈনিক প্রথম আলো (৩) দৈনিক যুগান্তর (৪) দৈনিক সমকাল (৫) দৈনিক জনকন্ঠ (৬) দৈনিক কালের কন্ঠ (৭) The Daily  Star (৮) The  Dhaka Tribune.

 

যোগাযোগ

জনাব মোঃ ইমরান হোসাইন

লাইব্রেরিয়ান

ব্যান্সডক, ঢাকা।

ফোন      : +৮৮ ০২ ৫৫০০৬৯৬৬
ফ্যাক্স      : +৮৮ ০২ ৫৫০০৬৯১৪
মোবাইল   : +৮৮ ০১৭৫৫১১৫৪৭৩
ই-মেইল   : librarian@bansdoc.gov.bd, bansdoc@bansdoc.gov.bd


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon