Wellcome to National Portal
বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ডিসেম্বর ২০২১

সংগ্রহ ও সেবা

ব্যান্সডক গ্রন্থাগারটি দেশের অন্যান্য বিজ্ঞান গ্রন্থাগারের পরিপূরক হিসেবে প্রতিষ্ঠিত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের দিয়ে গঠিত পুস্তক নির্বাচন কমিটির মাধ্যমে এ গ্রন্থাগারে সংগ্রহ বৃদ্ধি করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের দূর্লভ পাঠ্য সামগ্রীসহ বিভিন্ন বিষয়ের টেক্সট ও রেফারেন্স বই দিয়ে এ গ্রন্থাগারটি সমৃদ্ধ। বর্তমানে এ গ্রন্থাগারে প্রায় ২২০০০ রেফারেন্স বই এবং ৪৫০টি শিরোনামের দেশি-বিদেশি জার্নালের প্রায় ১৭০০০ ইস্যু সংরক্ষিত আছে। বই ও জার্নাল ছাড়াও এখানে বিভিন্ন বিষয়ের থিসিস, রির্পোট, প্রসিডিংস, বুলেটিন, নিউজলেটার ও দৈনিক পত্রিকা নিয়মিত সংরক্ষণ করা হয়। গ্রন্থাগারে মনোগ্রাফ বা বই সেকশন, সিরিয়াল/জার্নাল সেকশন এবং রেফারেন্স সেকশন রয়েছে। এটি একটি বিশেষায়িত রেফারেন্স গ্রন্থাগার হওয়ায় পাঠকের অনুকূলে কোন বই ইস্যু করা হয়না। তবে বইয়ের প্রয়োজনীয় অংশ নির্ধারিত মূল্যে ফটোকপি করার ব্যবস্থা রয়েছে।গবেষকদের সুবিধার্থে গ্রন্থাগারে হাই-স্পিড ব্রডব্যান্ড সংযোগকৃত একটি সুসজ্জিত  সাইবার কর্ণার রয়েছে। শান্তিময় ও নিরিবিলি পরিবেশে গবেষণাকর্ম সম্পাদনের জন্য গবেষকদের সুবিধার্থে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগসহ শীতাতপ নিয়ন্ত্রিত ২টি স্ট্যাডি ক্যারেল আছে। জাতীয় পর্যায়ে তথ্য ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি প্রয়োগে ব্যান্সডক গ্রন্থাগার শীর্ষস্থানীয় ভূমিকা পালন করছে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত পাঠকের জন্য গ্রন্থাগারটি উন্মুক্ত থাকে। 

 

সেবা মূল্য

ক) ফটোকপি প্রতি পৃষ্ঠার নির্ধারিত মূল্য  ১.০০ টাকা এবং উভয় পৃষ্ঠার মূল্য ১.৫০ টাকা

খ) সাইবারে ইন্টারনেট ব্রাউজিং প্রতি ঘন্টা ১০.০০ টাকা